আভা ডেস্ক: দিন আগেও এই বাসায় পাখি তার বাচ্চাদের নিয়ে রাত-দিন যাপন করেছে। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে মা’কে রেখে তার নিজেরাই অচেনা পথে পাড়ি জমালো।
হাইরে মায়ের ভালোবাসা। সেই সাথে বাসা রেখে উড়ে চলে গেল অজানা-অচেনা পথে। তাই এখন এই বাসাটি প্রায় অচেনা।
রাজশাহীর বাগমারা উপজেলার মাধাইমুড়ি গ্রামের একটি আম গাছের ডালে ফাঁকা অবস্থায় থাকা সেই পাখিটির বাসা। সিল্কসিটি নিউজ
ছবিঃ তুলেছেন শামীম রেজা।