নগরীর কুখ্যাত মাদক সম্রাট আসাম কলোনীর চোর জাকিরের ভাই ও রকিব উদ্দিনের ছেলে মিজান কে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায় মহানগর গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় আসাম কলোনীর শীর্ষ মাদক ব্যবসায়ী ধলু, জিবন, মিজান, জাকির, রুবেল সহ আরো অনেকের উপর তার মধ্যে মিজান কে আটক করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানান মিজান বহুদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছিল, গোপন সংবাদের ভিত্ত্বিতে মাদক বিক্রয়ের সময় হাতে নাতে ৪১ পিচ ইয়াবা ও কয়েক পুরিয়া হিরোইন সহ মিজান কে আটক করেন। পরে আটক মিজান কে মাদক মামলায় কোট মারফত জেল হাজতে পাঠানো হয়।
এখানে উল্লেখ্য যে, গত ২১ জুন আসাম কলোনীতে পুলিশের কথিত সোর্স রুবেলের ইন্দনে মাদক ব্যবসায়ীরা সাংবাদিক রেজাউলের উপর হামলা চালায়, অসুস্থ সাংবাদিক চিকিৎসারত অবস্থায় আছে। উক্ত হামলার দিনে মাদক ব্যবসায়ী মিজানের ভুমিকা ছিল সক্রিয়।
এখনো ধরা ছোয়ার বাহিরে মাদকের মূল হোতারা, বলে জানান স্থায়ীরা। স্থায়ীরা আরো জানান, চন্দ্রিমা থানা কখনো এই সকল মাদক বিক্রেতাকে আটক করবে না, কারনে চন্দ্রিমা থানার ওসির সোর্স রুবেল হচ্ছে এই সিন্ডিকেটের মুল হোতা।
এলাকার সাধারন মানুষ জানান, কথিত পুলিশের সোর্সের মাধ্যমে ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করেন রকিব উদ্দিনের ছেলে জাকির।
উক্ত বিষয়ে আর এম পি মুখ্য পাত্র সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, মিজান কে আটক করে মাদক মামলায় চালান করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।