নিজস্ব প্রতিবেদক: স্টার সানডে উপলক্ষে বিএনপির মনোনয়ন খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
রোববার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট বেলপুকুর শুশনিপাড়া মিশন পরিদর্শন করেন এবং ব্রাদার জনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম ইকবাল খঞ্জন, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গনি মাস্টার, রিশিকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিঠুন, সদস্য সেলিমসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।