নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। বৃহস্পতিবার দুপুরে তার কর্মী সমর্থকরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন ও তানজিলুর রহমান শেলি,
জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক
মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান, কলমা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন সহ নেতৃবৃন্দ।
গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
আনারুল ইসলাম বলেন, রাজশাহী-১ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি জনবিচ্ছিন্ন। দল আবারও স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন পুনর্বিবেচনা করবে বলে তারা আশাবাদী।
পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, প্রার্থী পরিবর্তন না হলে আসনটি এবার হারানোর সম্ভাবনা আছে। কারণ দলের তৃণমূলের নেতা-কর্মীর সঙ্গে যিনি মনোনয়ন পেয়েছেন, তার কোনো সম্পর্ক নেই। দল যদি একজন জনবিচ্ছিন্ন মানুষকে মনোনয়ন বহাল রাখে, তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী দেবেন।

