ভোটের রাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনযোগ সহকারে কীবোর্ড বাজাচ্ছেন

আভা ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার আগের রাত অনেকেইয় উৎকণ্ঠায় জেগেছেন৷ জীবনের প্রথম পরীক্ষায় কী ফল হতে চলেছে সেই চিন্তায়৷ মাধ্যমিক প্রতিবছর হয়৷ প্রতিবছর নতুন-পুরোন ছাত্রছাত্রী৷ কিন্তু লোকসভা নির্বাচন নামক দেশের শাসন ব্যবস্থার সবচেয়ে বড় পরীক্ষাটি ৫ বছরে একবারই হয় সাধারণত (মাঝে কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্টতা না হারালে)৷

স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক নেতানেত্রীরা গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষার আগের দিনে টেনশনে থাকেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর অন্যথা নন৷ টেনশন কাটানোর দাওয়াই হিসেবে কখনো লেখালেখি, কখনও আঁকাআঁকি করে থাকেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু এবার একেবারে নতুন অবতারে কিবোর্ড বাজাতে দেখাতে গেল মমতাকে৷

সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল সুপ্রিমোর চিন্তা স্বাভাবিক৷ এই চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি জাতীয় এবং আঞ্চলিক সংবাদমাধ্যমগুলির বুথ ফেরৎ সমীক্ষা(এক্সিট পোল৷ লোকসভা ভোট শুরুর আগে থেকেই রাজ্যে ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’ স্লোগান তুলেছিলেন মমতা৷

সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল সুপ্রিমোর চিন্তা স্বাভাবিক৷ এই চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি জাতীয় এবং আঞ্চলিক সংবাদমাধ্যমগুলির বুথ ফেরৎ সমীক্ষা(এক্সিট পোল৷ লোকসভা ভোট শুরুর আগে থেকেই রাজ্যে ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’ স্লোগান তুলেছিলেন মমতা৷

বাংলায় ৪২টি লোকসভা আসন জয়ের পাশাপাশি মহাগঠবন্ধণ করে কেন্দ্র মোদী সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের কথাও বলেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ সংবাদমাধ্যমে বুথ ফেরৎ সমীক্ষাকে সরাসরি অস্বীকার করে এখনও মমতা আশাবাদী যে মহাগঠবন্ধণই কেন্দ্রে সরকার গড়তে চলেছে৷ অন্তত সংবাদমাধ্যমে উনি এমনটাই বলেছেন৷

সংবাদমাধ্যমের মতে এই রাজ্যে ১৮টি লোকসভা সিট দেশে প্রায় ২৭০ থেকে২৮০র মতো সিট পেতে পারে বিজেপি৷ অন্যদিকে ইন্ডিয়া টুডে, চাণক্য টুডের মতো সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির মতে বাংলায় ১৯ থেকে ২৩টি এবং দেশে ৩৩৬ থেকে ৩৬৫ সিট পেতে পারে মোদী সরকার৷

স্বাভাবিক ভাবেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত এই বুথ ফেরৎ সমীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন বাড়াবেই৷ তা তিনি যতই এই সমীক্ষাকে অস্বীকার করুন না কেন৷ রাত পোহালেই শুরু সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগননা৷

তার আগে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে একটি ভিডিয়ো আপলোড করা হয়েছে৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনযোগ সহকারে কীবোর্ড বাজাচ্ছেন৷ ফেসবুক আপলোড করার সঙ্গে সঙ্গেই ২.২৯মিনিটের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়৷

অনলাইন কালেকশন

Next Post

রাজশাহীতে ডিজিএফআই এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতি মে ২৩ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ডিজিএফআই এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজশাহী ক্যান্টনমেন্টে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, মহানগর আওয়ামী লীগ সভাপতি, সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীসহ […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links