শোকজ-তলব-জরিমানার পরও বোমাবাজিসহ বেপরোয়া স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর 

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর ৬টি আসনে বিভিন্ন প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে না চলায় শোকজ, তলব, সতর্ক বার্তা এবং জরিমানা করেছেন রাজশাহীর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম দায়রা জজ, রাজশাহী। কিন্তু এত কিছুর পরও থামছে না রাজশাহী-৫ পুঠিয়া- দূর্গাপুরের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ছাড়াও নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা, হুমকি ধামকি দেয়া সহ  নানা ধরনের অভিযোগ জমা হয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, রিটার্নিং কর্মকর্তা রাজশাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার টেবিলে।

জানা যায়, রাজশাহী-৫ (দুর্গাপুর- পুঠিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার সুনাম ক্ষুন্ন করতে স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমানের সমর্থকরা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধা আনুমানিক পৌনে আটটার দিকে দূর্গাপুর থানার সিঙ্গা গ্রামের মসজিদমোড়ে নিজেদের ঈগল প্রতীকের অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা  ঘটায়। গত ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী এজেন্ট আব্দুস সামাদ বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে  দুর্গাপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন অনুসন্ধানী টিমের চেয়ারম্যান বরারবর এরকম অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমানসহ তার সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে নৌকার প্রার্থী  আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমানের বিক্ষুব্ধ সমর্থকরা নিজেদের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় স্থানীয় সাধারণ জনগণের মধ্যে ভীতুতা ও আতঙ্ক সৃষ্টি হয়। এতে এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের কর্মী দূর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের সোহরাবের ছেলে সেলিম তার ব্যবহৃত মোবাইল (০১৭৫১২৪৫৫২৭) থেকে একই এলাকার

নৌকার সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিশ আলীকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে, এবিষয়ে দূর্গাপুর থানায় ইদ্রিশ নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেছেন।

আবার বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী আচরণ ভঙ্গ করে শতাধিক মোটর সাইকেল নিয়ে প্রচারণায় দাপিয়ে বেড়াচ্ছিলেন ওবায়দুর এমন অভিযোগও রয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি ও রিটার্নিং কর্মকর্তার হাতে। এছাড়াও ওবায়দুরের নির্বচনী অফিস গুলোর সামনে স্বতন্ত্র প্রার্থী হয়েও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বড় বড় ছবি সাঁটিয়ে নির্বাচনী ফায়দার মতলব করছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে  আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন,রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ঈগল প্রতীকের নামে  মিছিল বের করে। কিন্তু এ সময় স্বতন্ত্র  প্রার্থীর সমর্থকরা মিছিলে আমার বিরুদ্ধে স্লোগান দিয়ে নির্বাচনী মাঠে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। এমনকি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে  নিজের নির্বাচনী ক্যাম্পে ককটেল হামলা চালায়। এ সময় তিনি আরো বলেন, দুর্গাপুরে নৌকার গণজোয়ার দেখে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা ঈর্ষান্বিত হয়েই এমন ঘটনা ঘটাচ্ছে। গত বুধবারে তারা দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমি আমার নেতাকর্মীদের দেশের শান্তিপূর্ণ নির্বাচনকে সফল করতে সহনশীল ও ধৈর্যের সহিত সাধারণ ভোটারদের পাশে থেকে উৎসাহ জোগাতে বলেছি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, থানায় ১১ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইতোমধ্যে নির্বাচন অনুসন্ধানী টিম তদন্তের কাজ শুরু করেছে।

Next Post

প্রচার মিছিল জনসমুদ্রে পরিণত নৌকার পক্ষে মাঠে নামলো ১৪ দল

শনি ডিসে. ৩০ , ২০২৩
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-২ আসনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে ভোটের মাঠে নেমেছে রাজশাহী ১৪ দল। এ লক্ষ্যে শনিবার বিকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলে মহানগর […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links