নন্দীগ্রামে ab barik: এমপি রেজাউল করিম তানসেন বলেছেন, বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতায়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ সেক্টরে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ফলে এ লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে।
শনিবার (০৭ জুলাই) বিকাল ০৪ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়াইল ইউনিয়ন গুনবাড়ী গ্রামের ৭৩ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া উপলক্ষে গুনবাড়ী সঃ কাঃ প্রাঃ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সহ সভাপতি সমিতি বোর্ড ও পরিচালক নন্দীগ্রাম এলাকা ১ মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান উন্নয়নমুখী সরকার বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন করছে।
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমরা বিদেশ থেকেও বিদ্যুৎ আমদানি করছি। সারা দেশকে আলোকিত করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। দেশে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারলে উন্নয়নে আরও গতিশীলতা সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জাম কামরুল, মোঃ রেজাউল করিম,সহকারী জেনারেল ম্যানেজার নন্দীগ্রাম সাব জোনাল অফিস, ইউপি সদস্য ইউনুছ আলী, সাবেক ইউপি সদস্য গোলাফের সঞ্চালনায়; বক্তারা উপরুক্ত কথা বলেন।