প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: জেলায় জেলায় আ.লীগের বিক্ষোভ

আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

বরিশাল

বরিশাল নগরীর সোহেল চত্বরে আওয়ামী লী‌গের দলীয় কার্যালয়ের সামনে শ‌নিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

মেয়র সাদিক বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা বসে নেই। ওই দিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এখন আবার তাকে হত্যার হুমকি দেয়া মানে দেশকে পুনরায় অস্থিতিশীল করে পিছিয়ে দেয়া। আমরা রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাদারীপুর

 মাদারীপুর জেলা শহরের শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের পুরান বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এটি শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই আমরা। সেই সঙ্গে পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

ঝালকাঠি

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে শনিবার সকালে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে পনির বলেন, ‘পদ্মা সেতু দেখে বিএনপি-জামায়াতের লোকেরা পাগল হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে তারা আবোল-তাবোল বলছে। তাদের চিকিৎসা দরকার। ভবিষ্যতে নেত্রীকে নিয়ে কটূক্তি করলে আল্লাহও সইবে না।’

রাজবাড়ী

রাজবাড়ীতে বেলা ১১টায় আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এরপর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য জিল্লুল হাকিম।

তিনি বলেন, ‘বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার পদ্মা সেতুর প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। এতে বিএনপির গা জ্বালা করছে।

‘বিএনপির নেতারা উল্টাপাল্টা বকছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির সভাপতির বাসভবনে হামলার অভিযোগ উঠেছে।

শহরের কলাবাগান এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, ‘কলেজ রোড থেকে বের হওয়া মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে বিনা উসকানিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবন ও আশপাশের বাড়িতে হামলা করেন। ভাঙচুর করা হয় জেলা বিএনপির শীর্ষ নেতার গাড়িসহ দুটি মোটরসাইকেল। আগুন দেয়া হয় একটি বাইকে।’

অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী দৈনিক বাংলাকে বলেন, ‘ভাঙ্গাব্রিজ এলাকায় মিছিলকারীদের লক্ষ্য করে ঢিল ছুড়লে পাল্টা জবাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি-ছাত্রদলের হামলায় ছয়-সাতজন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।’

বান্দরবান

বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে মিছিল শেষ হয়।

মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে আর তার এই সাফল্যে বিএনপি ও তার অনুসারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।’

বক্তারা দেশের সব অপশক্তিকে রুখে আওয়ামী লীগের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ ছাড়া লক্ষ্মীপুর, নাটোর, সাভার, গোপালগঞ্জ, নরসিংদী, ভোলা ও সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘হত্যার হুমকিস্বরূপ’ এবং ‘কুরুচিপূর্ণ’ দাবি করে এই বক্তব্যের প্রতিবাদে গত ২২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ সময় খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্যকে কটূক্তি উল্লেখ করে বলেন, ‘আপনি কত রক্ত চান? ছাত্রদল দিতে প্রস্তুত আছে। তবুও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করবেন না।’

জুয়েলের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দল কয়েক দফা সংঘর্ষেও জড়ায়।

বিএনপির এক সমাবেশ থেকে দেয়া ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগানের প্রতিবাদ জানান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এরপর সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় জেলা ও মহানগর আওয়ামী লীগ।

Next Post

ইয়ুথ আইকোন ফারদিন

শনি জুন ৪ , ২০২২
আভা ডেস্কঃ এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী, অভিনেতা এবং ইয়ুথ আইকোন হচ্ছে ফারদিন। কাজ করছেন দেশের এবং দেশের বাইরের গন্ডি পেরিয়ে। ১ বছরের জন্য, ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে সেচ্ছাসবক অরগানাইজেশনের বাংলাদেশ-এর প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন। পেয়েছেন আগামী ১২ই জুন নেপালে অনুষ্ঠিত আন্তজার্তিক ইউথ ডে অ্যাওয়ার্ড- এর সম্মানিত জুরি বিচারকের […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links