পুঠিয়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভেজাল প্রসাধনী সামগ্রিক উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ পুঠিয়ায় ভেজাল প্রসাধনী সামগ্রিক উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে আটক করেন পুলিশ।

আটক ব্যক্তি হলো মোঃ জুয়েল রানা (২২), পিতা-মোঃ জিল্লুর রহমান, সাং- চক দোমাদী, ইউপি- ভালুকগাছি, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, অদ্য ৪/৯/২০২২১ তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, বিভিন্ন কেমিক্যাল, ক্রীম, খালি মোড়ক ও ক্রীম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সামগ্রীসহ গ্রেফতার করেছে । গোপন  সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ  জানতে পারে যে, পুঠিয়া থানাধীন কৃষ্ণপুর গ্রামস্থ এক বসতবাড়ীর নিচ তলায় বিভিন্ন রকম ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানায় কতিপয়  লোকজন অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল ০৪/০৯/২০২১ তারিখ অনুমান  ১.২০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।  এসময় একজনকে আটক করা গেলেও অজ্ঞাতনামা ৬/৭ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বাড়ীর পিছনের গেট দিয়ে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক জুয়েল রানা  জানায়, সে সহ আরো ৬/৭ জন দীর্ঘদিন ধরে  বিএসটিআই কর্তৃক অনুমোদনবিহীন ভেজাল প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয় কার্যক্রমের সাথে জড়িত। এ বিষয়ে  পুঠিয়া থানায়   বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

উদ্ধাকৃত মালামালসমূহ :

(১) OLIVA Beauty cream ১৪০(একশত চল্লিশ)বক্স।

(২)OLIVA SCRUB with neem হালকা টিয়া রংয়ের ৫০(পঞ্চাশ)পিচ।

(৩)JOLLY HYDROGEN PEROXIDE ০৬টি।

(৪)OLIVA SCRUB MASSAGE CREAM with mango ২০(বিশ)টি।

(৫)OLIVA SCRUB MASSAGE CREAM with milk ৪৫(পয়তাল্লিশ)টি।

(৬)OLIVA SCRUB MASSAGE CREAM with Rose ১৪(চৌদ্দ) পিচ।

(৭)OLIVA SCRUB MASSAGE CREAM with chandan ২৫(পঁচিশ) পিচ।

(৮)OLIVA HERBAL SCRUB হালকা হলুদ ২০(বিশ)পিচ।

(৯)BETNOVATE N CREAM ১,৪৬০(এক হাজার চারশত ষাট) পিচ।

(১০)STILLMANS SKIN BEACH CREAM ১০(দশ)প্যাকেট।

(১১)BETNOVATE C CREAM ১,০০০(এক হাজার) পিচ।

(১২)OLIVA MESTA & ALL SPOT OUT CREAM ৫১০(পাঁচশত দশ) পিচ।

(১৩) সাদা কৌটা যা মধ্যে  ক্রীম জাতীয় পর্দাথ আছে মোট ০৪(চার)টি ।

(১৪) প্লাষ্টিকের সাদা রংয়ের ১০ লিটার জার্কিন ০২টি যার মধ্যে ২০লিটার ক্রীম তৈরির তরল কেমিক্যাল।

(১৫)OLIVA লেভেল ০১ বস্তা।

(১৬) মোম আধা বস্তা।

(১৭) ক্রীমের প্লাষ্টিকের খালি কৌটা ও কর্ক ০১ বস্তা।

(১৮) সিরামিকের কৌটা আড়াই বস্তা।

(১৯) বেটনোভেট ক্রীমের টিউব আধা বস্তা।

(২০) বিভিন্ন কোম্পানীর মোড়ক ০১ বস্তা।

(২১) বিভিন্ন কোম্পানীর প্লাাস্টিকের খালি কৌটা ০১ বস্তা।

(২২) সাদা পাউডার জাতীয় কেমিক্যাল ০১ বস্তা।

(২৩)SKIN CARE BEAUTY CREAM, OLIVA ক্রীমের স্টিকার ০১ বস্তা।

(২৪) এসএ কসমেটিক্স এর চালান মেমো বহি ০৮টি।

(২৫) খাকি সিমেন্টের ০২ টি বস্তায় পাউডার জাতীয় কেমিক্যাল।

(২৬) একটি টিনের তৈরি নীল রংয়ের ড্রাম ভর্তি ক্রীম জাতীয় পর্দাথ ৭৫ কেজি।

(২৭) ০২টি নীল রংয়ের প্লাষ্টিকের ড্রামে তেল জাতীয় পর্দাথ ৭৫ লিটার।

(২৮) ০৮ টি নীল রংয়ের কাটা ড্রাম প্রতি ড্রামে বিভিন্ন পরিমান মিশ্রিত কেমিক্যাল অনুমান ৭৫ কেজি।

(২৯) ০১ টি ক্রীম তৈরির নীল রংয়ের লোহার তৈরি মেশিন।

(৩০) ক্রীম তৈরি কাজে ব্যবহৃত লোহা ও স্টিলের তৈরি ০২ টি মেশিন।

(৩১) প্যাকেট তৈরি কাজে ব্যবহৃত নীল ও সাদা রংয়ের মেশিন(স্টিলের ০২টি)।

(৩২) খাকি রংয়ের কাগজের কাটন ৯০ পিচ।

 

Next Post

নেশার টাকা না দেওয়ায়, নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

রবি সেপ্টে. ৫ , ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন অচিনতলায় ছেলের হাতে বাবা খুন হয়েছে। আজ সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা নামক স্থানে এই নির্মম ঘটনা ঘটে। নিহত আবুল বাশার জুয়েল (৪৫) অচিনতলা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। জানা যায়, বাবা জুয়েলের নিকট ছেলে মমিনুল ইসলাম পিয়াশ (১৭) টাকা চায়। […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links