নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ জুন অর্থাৎ ২৬ রমজান থেকে ঢাকাগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একই দিনে অনলাইনেও টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজশাহী বাস মালিক কর্তৃপক্ষ।
আজ শনিবার রাজশাহীর ঢাকা বাস স্ট্যান্ডের ন্যাশনাল ট্রাভেলস, শ্যামলী পরিবহণ, গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস, একতা পরিবহণসহ স্ট্যান্ডের অন্যান্য কাউন্টারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
গ্রামীন ট্রাভেলসের টিকিট মাস্টার রনি বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ঈদ পরবর্তী টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন সকাল থেকে। একই সাথে অনলাইনের মাধ্যমেও আমাদের টিকিট পাওয়া যাবে।
একতা ট্রাভেলসের কাউন্টারে খোঁজ নিয়েও একই তথ্য জানা গেছে। তারা বলছেন, যাত্রীদের কথা মাথায় রেখে এবার আমরা ১২ জুন অর্থাৎ ২৬ রমজান থেকে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করব। সাথে অনলাইন সার্ভিসও চালু থাকবে।
অন্যদিকে দেশ ট্রাভেলস কাউন্টারে খোঁজ নিলে তারা বলেন, আমাদের কাউন্টারে ঈদের কোনো অগ্রিম টিকিট দেয়া হবেনা। তবে আজ শনিবার (৯ জুন) থেকে রাত থেকে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে বাসের টিকিট।