বাঘা প্রতিনিধি:
রেডিও বড়ালের আয়োজনে ’মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায়’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, ‘মাদক সেবনকারিদের ফ্রি চিকিৎসা দেয়া হবে। পাশাপাশি উপজেলাকে মাদক নির্মূলের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। শনিবার দুপুরে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক ধবংস করে পরিবার, নষ্ট করে সমাজ ও রাষ্ট্রকে। আমরা যদি মাদককে নিয়ন্ত্রন করতে না পারি, তাহলে দেশ ধবংস হয়ে যাবে। মাদক একজন মানুষকে পশুর চেয়েও অধম করে দেয়। যারা মাদক সেবন করে তাদের মধ্যে একজন পিতা যেমন তার সন্তানকে হত্যা করে, অনুরুপ; একজন কন্যা তার পিতা-মাতাকে হত্যা করেছে এমন দৃষ্ঠান্ত আমরা দেখেছি। সুতারাং এই সমাজ এবং দেশকে বাঁচাতে হলে মাদক নির্মুল করা ছাড়া কোন বিকল্প নাই।
তিনি বলেন, এখানে যারা উপস্থিত রয়েছ তাদের বয়স ১৬ থেকে ২৪ এর মধ্যে। আমি নিশ্চিত তোমাদের মধ্যে দু’একজনসহ তোমাদের অনেকের বাবা-মা মাদকের সাথে সম্পৃক্ত। তারা ক্ষনিকের ভাল লাগাকে মুল্য দেয়। কিন্তু জীবনের মুল্য দেয়না। অথচ মাদক সেবনের কারণে একটি জীবন খুব সহজেই ঝরে যায়। এই অনুষ্ঠানে কোন মাদক সেবী থাকলে নিরভয়ে আতœসমর্পন হও। তোমাদের চিকিৎসার দায়িত্ব আমি নিব। এসময় প্রবীর নামের এক কলেজ ছাত্র মঞ্চে এসে ওয়াদা করে, সে আর কখনোই নেশা করবে না। প্রবীরের এই সাহসিকতায় মুগ্ধ হয় সবাই।
আয়োজিত সভায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক লুৎফর রহমান, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামসুন্নাহার নোরা, বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার ওসি রেজাউল হাসান রেজা, রেডিও বড়ালের কর্মকর্তা আজিজুর রহমান, সিইও শাহরিয়ার লিন, বাঘা সিনিয়ার দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর প্রাং প্রমুখ।