বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ঈদের আগের রাতে এক মুদিখানার দোকানে দুধর্ষ চুরি হয়েছে। এতে নগদ ২৪ হাজার টাকাসহ এক লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
জানা যায়, বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে মের্সার্স নিশাত স্টোরে মালিক আক্তারুজ্জামান বাচ্চু ঈদের আগের রাতে শুক্রবার বেচা-বিক্রি করে রাত ১১টার দিকে নিজ বাড়িতে চলে যায়। ঈদের দিন সকালে দোকান খুলে দেখতে পান পেছনের চালের টিন কাটা। এছাড়া তার ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা ও দোকানের অন্যান্য মালামাল নেই। ঘটনাস্থলে টিন কাটার একটি প্লাস উদ্ধার করা হয়েছে।
মের্সার্স নিশাত স্টোরে মালিক আক্তারুজ্জামান বাচ্চু জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন ব্যবস্থা নিবেন। এর আগেও আড়ানী বাজারে একই কায়দায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। কিন্তু কোন চোরকে পুলিশ সনাক্ত করতে পারেনি। তবে এই চোর সিন্ডিকেট ধরে আইনী শান্তির দাবি জানান বাচ্চু।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান জানান, এই বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। তারপর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।