মো রেজাউল করিম, রাজশাহী :
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সমাজ সেবী শাহিন আকতার রেনী বলেছেন, ২০১৩ সালের রাজশাহী সিটি নির্বাচনের পর থেকেই রাজশাহী অনেক পিছিয়ে পড়েছে। বিএনপির সাবেক মেয়র অদক্ষতার কারণে রাজশাহী যোগযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল অবকাঠামো নষ্ট হয়ে গিয়েছে। তাই পিছিয়ে পড়া নগরীকে এগিয়ে নিতে রাসিক নির্বাচনে নগরবাসীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
শুক্রবার বিকেলে নগরীর ধরমপুর এলাকায় সূর্য সন্ধানী যুব কল্যাণ সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেনী বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালীন সময়ে পাঁচ বছরে ঝকঝকে একটি ক্লিন সিটিতে রুপান্তর করে রাজশাহী নগরকে। দৃশ্যপট বদলে দেন পুরো নগরীর ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নজিবর ভুট্রো, সাধারণ সম্পাদক শাহাদৎ আলী, আয়নাল,রাসেল , রুবেল, হানিফ, বাদশা, পারভেজ রমজান, শফিক কাজল প্রমুখ। অন্যদিকে সন্ধ্যায় ২৮ নং ওয়ার্ড আয়োজিত যুব মহিলা লীগের এক মতবিনিময় সভায় বক্তব্যে দেন শাহিন আকতার রেনী।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত তারা, সাধারণ সম্পাদক এ্যাড.নিলুফা ইয়াসমিন নারী নেত্রী মোমেনা, চামেলী প্রমুখ।