আভা ডেস্কঃ খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোটসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাগে থাকা ৩৯ লাখ টাকার জাল নোটসহ মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মামুন বাগেরহাটের দশমিনশা পাইকপাড়ার বাসিন্দা এস এম মতলবের ছেলে।
আসন্ন রমজানকে সামনে রেখে জাল নোট তৈরির চক্র সক্রিয় হয়েছে বলে জানায় পুলিশ।