রাজশাহী মহানগরীতে ৭ হাজার ৬৬০জন শিশুকে করোনার টিকা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যোগে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১১ বছর বয়সী শিশুদের ১ম দিনে ৭ হাজার ৬৬০জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে টিকাদানের এ কর্মসূচি চলবে ১৪ দিনব্যাপী। সকাল ৯টা শুরু হয়ে টিকাদান কর্মসূচি চলে দিনব্যাপী। বৃহস্পতিবার ১ম দিন মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে ৫৪টি স্কুলে ৭ হাজার ৬৬০জন শিশুকে করোনার কমিরনাটি টিকা প্রদান করা হয়। দেশের সকল সিটি কর্পোরেশনের ন্যায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৫-১১ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ হতে প্রাপ্ত তথ্য অনুসারে ১নং ওয়ার্ডে ১৪০ জন, ২নং ওয়ার্ডে ২১০ জন, ৩নং ওয়ার্ড ১৫০ জন, ৪নং ওয়ার্ড ১৮০জন, ৫নং ওয়ার্ড ৩১০ জন, ৬নং ওয়ার্ড ২৪৯জন, ৭নং ওয়ার্ড ১২০ জন, ৮নং ওয়ার্ড ২৮৩ জন, ৯নং ওয়ার্ড ৪০০ জন, ১০নং ওয়ার্ড ৯০ জন, ১১নং ওয়ার্ড ২৫০ জন, ১২নং ওয়ার্ড ২৭০ জন, ১৩নং ওয়ার্ড ১৪০ জন, ১৪নং ওয়ার্ড ৪২০, ১৫নং ওয়ার্ড ৭০জন, ১৬নং ওয়ার্ড ৬০০ জন, ১৭নং ওয়ার্ড ৫২০ জন, ১৮নং ওয়ার্ড ৯০জন, ১৯নং ওয়ার্ড ৩২০জন, ২০নং ওয়ার্ড ৫০জন, ২১নং ওয়ার্ড ৫৭৮ জন, ২২নং ওয়ার্ড ২৮৭ জন, ২৩নং ওয়ার্ড ১৩০ জন, ২৪নং ওয়ার্ড ২০০ জন, ২৫নং ওয়ার্ড ৩০০ জন, ২৬নং ওয়ার্ড ৩৯৩ জন, ২৭নং ওয়ার্ড ১৪০ জন, ২৮নং ওয়ার্ড ২৭০ জন, ২৯নং ওয়ার্ড ৩০০ জন ও ৩০নং ওয়ার্ড ২০০জনকে টিকা প্রদান করা হয়।

 

Next Post

শোকাভিভূত আগস্ট উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগের বিশাল শোক সমাবেশ

বৃহস্পতি আগস্ট ২৫ , ২০২২
আভা ডেস্কঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার শহীদদের স্মরণে নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই বিশাল শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links