নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। সারা দেশের মতো রাজশাহীতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
সোমবার দিবসের শুরুতে রাত বারো’টা এক মিনিটে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ (এনডিসি), ডিআইজি মো. আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তর ও সংস্থা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল এগারো’টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ (এনডিসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী প্রধান আলোচক হিসেবে সভায় বক্তৃতা করেন। এসময় ভাষা আন্দোলনের সকল শহিদ, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহিদ সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
আলোচনা সভায় বিভাগীয় কমিশনার বলেন, ৫২’র ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক অনন্য অধ্যায়। এর মাধ্যমে তৈরি হয়েছে বাঙালি জাতির সাহস। সেই সাহসে বলিয়ান হয়েই মুক্তিযোদ্ধারা মুক্তিসংগ্রামে অবতীর্ণ হয়েছিল, সেই সাহসে বলিয়ান হয়েই তাঁরা মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করেছেন।
জিএসএম জাফরউল্লাহ্ বলেন, বাঙালি জাতিই পৃথিবীর একমাত্র জাতি যে জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। এখন এর গুরুত্ব বিশ্বব্যাপী স্বীকৃত। ১৯৯৯ সালে জাতিসংঘ সারা বিশ্বের সকল মাতৃভাষার জন্য আজকের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। তাই জাতি হিসেবে আমরা গর্ববোধ করতে পারি।
তিনি বলেন, আমরা সেদিনের সেই সাহস বুক চেপে আজও এগিয়ে যাচ্ছি।
সেই সাহসে বলিয়ান হয়েই আমরা কারো সাহায্য ছাড়া নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। এটা উদ্বোধন হলে এর মধ্যদিয়ে দেশের চেহারা পাল্টে যাবে। সেই সাহসে বলিয়ান হয়েই আমরা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলি টানেলের মতো বৃহৎ উন্নয়ন কাজ করতে পারছি। আমাদের ভাষাসৈনিকরাই সেদিন এর বীজ রোপণ করেছিলেন।
তিনি বলেন, সেদিন পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল, জাতি হিসেবে আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু তারা পারেনি।
জব্বার, সালাম, বরকত তাঁদের বুকের তাজা রক্তের বিনিময়ে সেদিন আমাদের অধিকার আদায় করেছিল। যার কারণে আজকে আমরা বুক ফুলিয়ে সাহসের সাথে মাথা উচু করে কথা বলতে পারছি। এসময় বিভাগীয় কমিশনার পরবর্তী প্রজন্মকে সঠিক চর্চার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণœ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী বক্তৃতায় ভাষা আন্দোলনে রাজশাহীর আন্দোলনের ভূমিকা উল্লেখ করে বলেন, রাজশাহীতে যে আন্দোলন হয়েছিল তা ঢাকার সমকক্ষ। রাজশাহী কলেজ থেকেই এখানে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। রাষ্ট্রভাষার আন্দোলনে রাজশাহীর আন্দোলনের অবদান অপরিসীম।
আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় গণযোগাযোগ অধিদপ্তরের ব্যবস্থাপনায় মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এদিন রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।
সোম ফেব্রু. ২১ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশ আয়োজিত এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারী রাজশাহী জেলা পুলিশের আয়োজনে সন্ধ্যা ৬.৩০ টায় পুলিশ অফিস ব্যাডমিন্টন খেলার মাঠে এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন – ফেস্টুন […]
এই রকম আরও খবর
-
৯ ডিসেম্বর, ২০২০, ৬:৫৫ অপরাহ্ন
-
১৫ জুন, ২০২০, ২:৩৭ পূর্বাহ্ন
-
৩০ জুলাই, ২০২০, ৪:০৩ পূর্বাহ্ন
-
২৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ন
-
২ ডিসেম্বর, ২০২৩, ৮:১১ অপরাহ্ন
-
৫ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ অপরাহ্ন