আভা ডেস্কঃ সাত বছর আগে ফ্রান্সে পাড়ি জমান বাংলাদেশি যুবক নাসির। পরে সেখানে বসেই বাংলাদেশের বিভিন্ন জুয়েলারির দোকানে চুরির পরিকল্পনা করেন। তিন বছর থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে তারই অধীনে থাকা একটি চোর চক্র।
প্রবাসী নাসিরের পরিকল্পনায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ভাষানটেকের পুরাতন কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারের নিচতলার রাঙাপরী জুয়েলার্সের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে সংঘবব্ধ চোর চক্র প্রায় ৩০০ ভরি স্বর্ণ, টাকা ও ইমিটেশন চুরি করে।
চুরির বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ মুন্সিগঞ্জের বজ্রযোগিনী এলাকায় অভিযান চালিয়ে নাসিরের তৈরি সেই চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মঞ্জুরুল হাসান শামীম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা অভিযান চালিয়ে চক্রটির দেশের হোতাকে গ্রেপ্তার করেছে।
এ সময় চোরাই স্বর্ণ উদ্ধার করতে না পারলেও গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে স্বর্ণ বিক্রির সাড়ে ৯ লাখ টাকা ও কিছু ইমিটেশন উদ্ধার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার দুপুরে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, বাগেরহাটের নাসির দেশে থাকতে চুরির সঙ্গে জড়িত ছিলেন। তিনি গত সাত বছর আগে ফ্রান্সে যান, সেখানে বসেই দেশের বিভিন্ন জুয়েলার্সে চুরির পরিকল্পনা। তার পরিকল্পনা ও দেশে থাকা চোর চক্রের সদস্যদের দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করত।
গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, চক্রের ২ জন সদস্য মাসুদ ও ইলিয়াস মিথ্যা নাম ও পরিচয় ব্যবহার করে মার্কেটে সিকিউরিটি গার্ড ও সুইপারের চাকরি নেয়। তারপর তারা দোকান টার্গেট করে সব তথ্য চক্রটির প্রধানের কাছে দিতেন। মার্কেটে একটি দোকান ভাড়ার নাম করে সেখানে মালামাল নিয়ে যাওয়ার সময় কৌশলে তালা ভাঙার সরঞ্জাম নিয়ে যায়।
ডিবি জানায়, ঘটনার দিন রাত ১টার দিকে চক্রের আরও দুই সদস্য শ্রীকান্ত ও তালা ভাঙার মিস্ত্রী রাজা মিয়া মার্কেটে প্রবেশ করে মাসুদ ও ইলিয়াসসহ চুরি করে ভোর ৫টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যায়।
এ কে এম হাফিজ আক্তার বলেন, পরের দিন চক্রের সদস্যরা চোরাই স্বর্ণ পূর্ব পরিচিত ব্যবসায়ীর কাছে বিক্রি করে টাকা ভাগ করে নেয়।
এক প্রশ্নের উত্তরে ডিবি প্রধান বলেন, ‘আমরা জানতে পেরেছি চুরির প্রাথমিক যে অর্থ সেটি জোগান দিত ফ্রান্স প্রবাসী নাসির। এর আগে চক্রটি ঢাকার বাইরেও চুরি করেছে।’
রবি ফেব্রু. ২০ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী অঞ্চলের ৪০ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের আট জেলার বিশেষ এসব নারীকে সম্মাননা দেয়া হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ১০ জন জয়িতাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জের সানজিদা আক্তার শিমু, ফরিদা পারভীন, লাভলী পারভীন, চাঁপাইনবাবগঞ্জের রোজিনা […]
এই রকম আরও খবর
-
১৫ জুলাই, ২০২১, ২:৩২ অপরাহ্ন
-
২৮ জুন, ২০২১, ১০:৩২ অপরাহ্ন
-
১৩ আগস্ট, ২০২৩, ২:৪০ অপরাহ্ন
-
১১ মার্চ, ২০২২, ৫:০৮ অপরাহ্ন
-
২২ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২০ অপরাহ্ন
-
১৬ জুলাই, ২০২২, ৩:০৮ অপরাহ্ন