আভা ডেস্ক : কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি, হামলাকারীদের গ্রেফতারসহ কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে ফের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ৩১ আগস্টের মধ্যে এসব দাবি মানা না হলে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। মঙ্গলবার ক্রাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে এমন দাবি জানানো হয়।
এ সময় পরিষদের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক নিয়ে লেখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ার শামিল। বিশ্ববিদ্যালয়ের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
যুগান্তর