গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চলতি ২২০৩ কোটি টাকা বরাদ্দ

আভা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চলতি ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ২০৩ কোটি ৭৭ লাখ  টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার (২২ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

সরকারি এ বরাদ্দের কাবিটা খাতে প্রথম কিস্তিতে ৩৮০ কোটি ৫১ লাখ  ও দ্বিতীয় কিস্তিতে ২৭৯ কোটি ৫২ লাখ টাকাসহ মোট ৬৬০ কোটি দুই লাখ টাকা এবং টিআর খাতে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ২৭৮ কোটি টাকা করে মোট ৫৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  অর্থাৎ কাবিটা ও টিআর খাতে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে মোট এক হাজার ২১৬ কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে চলমান কর্মসূচির আওতায় অধিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। সে লক্ষ্যে এবার প্রথম ও দ্বিতীয় কিস্তির অতিরিক্ত তৃতীয় কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।  প্রথমবারের মতো এবার তৃতীয় কিস্তিতে কাবিটা খাতে ৫৭০ কোটি ৭৭ লাখ টাকা এবং টিআর খাতে ৪১৭  কোটি টাকাসহ মোট ৯৮৭ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে এসব বিশেষ বরাদ্দ দেশের প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় আনতে ভূমিকা রাখতে সহায়ক হবে।  গ্রামীণ  রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে এসব অর্থ ব্যয় করা হবে।  প্রতিটি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ এবং পৌরসভার অনুকূলে এসব বরাদ্দ দেওয়া হয়েছে।

তৃতীয় কিস্তিতে সংসদ সদস্যগণকে প্রতি নির্বাচনী এলাকায় কাবিটা খাতে এক কোটি সাত লাখ ৮১ হাজার ২৮৪ টাকা এবং টিআর খাতে ৭৪ লক্ষ ৩৬ হাজার পাঁচশ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।  এছাড়া প্রতিটি সংরক্ষিত মহিলা আসনে কাবিটা খাতে ৩৪ লাখ ২৪ হাজার ৬৪৩ টাকা এবং টিআর খাতে ২৫ লাখ দুই হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতি উপজেলা পরিষদে কাবিটা খাতে গড়ে ৫২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা এবং টি আর খাতে ২৯ লাখ ৬৬ হাজার ৪৬৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  তাছাড়া প্রতিটি বিভাগে টিআর খাতে ৭৮ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা করে মোট ছয় কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা ও প্রতিটি জেলায় ১৯ লাখ ৫৪ হাজার ৬৮৭ টাকা করে মোট ১২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৯৬৮ টাকা এবং প্রতিটি পৌরসভায় ৫ লাখ ৮ হাজার ৫৩৬ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সর্বমোট ২২০৩ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থে গ্রামীণ অবকাঠামো তৈরি হলে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলেও জানানো হয়েছে।

Next Post

বাগমারা ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নাম ঘোষনা

সোম মার্চ ২২ , ২০২১
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির নাম প্রকাশ করে আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে। পূর্বের কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় সেই কমিটিকে বিলুপ্ত করে ১৮ মার্চ ২০২১ তারিখে বাগমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাক্ষরে  নতুন এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। নতুন এই কমিটিতে আঃ […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links