অসাপ্ত কাজ সম্পন্ন করতে আরেক বার সুযোগ চাই চেয়ারম্যান টুলু

সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সহীদুল ইসলাম টুলু ইউপির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ ও দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করায় নাগরিক সেবার মান বেড়েছে। স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর সার্বিক সহায়তায় রিশিকুল ইউপির বিভিন্ন এলাকায় অনেক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক কাজ দ্রুত গতিয়ে এগিয়ে চলেছে। ফলে নাগরিকগণ দীর্ঘদিন পর ইউপি ভবন থেকে তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন।এদিকে ইউপির অসাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে ইউপিবাসীর কাছে আরো একবার সুযোগ চেয়েছেন চেয়ারম্যান টুলু।

জানা গেছে, রিশিকুল ইউপিতে জনসংখ্যা প্রায় ৬০ হাজার এবং ভোটার প্রায় ২৪ হাজার এর মধ্য আদিবাসী ও সনাতন ধর্মালম্বী ভোটার সংখ্যা প্রায় ৬ হাজার। বিগত ২০০০ সালে রিশিকুল ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে টুলুর রাজনৈতিক অঙ্গনে প্রবেশ, ২০০২ সালে ইউপি যুবলীগের আহবায়ক ও ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইউপি যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে এখানো দায়িত্ব পালন করে চলেছেন ও জাতীয় কাউন্সিলর হয়েছেন দু’বার। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখানো দল,নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানী করেননি,হননি কখানো আদর্শচ্যুত সব সময় মুলধারার সঙ্গে থেকে রাজনীতি করে চলেছেন।

সুত্র জানায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে প্রায ৪ হাজার ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ২৪ জুলাই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সহীদুল ইসলাম টুলুর সময়ে ইউপিতে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। উল্লেখযোগ্য উন্নয়ন কাজের মধ্য রয়েছে, সাবমার্সিবল পাম্প প্রায় ১৫০টি, বিএমডিএর সহায়তায় ১০টি গ্রামে গভীর নলকুপ থেকে ট্র্যাংকির মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ। ইউপির বিভিন্ন এলাকায় প্রায় ২০০টি সৌরবিদ্যুৎ (সড়ক বাতি) স্থাপন, ১৫টি হেরিংবন্ড রাস্তা নির্মাণ, প্রায় ৪০টি প্রটেকশান ও ৫০টি ড্রেন নির্মাণ, মাতৃত্বকালীন ভাতা ৬৫০টি, বয়স্ক ভাতা ১৫০০টি বিধবা ভাতা ৫০০টি, প্রতিবন্ধী ভাতা ৬০০টি, বিভিন্ন এলাকায় ৮টি ব্রীজ ও ৩০টি কালভ্রাট ও এলজিএসপি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচুনিচু বেঞ্চ, টিফিনবক্স, সাইকেল বিতরন, ডাসকোর সহায়তায় ৮টি মজা পুকুর পুনঃখনন করেছেন। এছাড়াও প্রতিটি মসজিদ-মাদরাসা, মন্দির-গীর্জা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে স্থানীয় সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে। অন্যদিকে রিশিকুল বালিকা উচ্চ বিদ্যালয়, চব্বিশনগর স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধাসহ দৃষ্টিনন্দন বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। ইউপির বাউপুর গ্রামের আবু বাক্কার ও পলাশী গ্রামের রাম হেমরম বলেন, টুলু ভাই চেয়ারম্যান হবার আগে তারা ইউপি ভবন থেকে কাঙ্খিত সেবা পাননি। তাই তারা আবারো টুলু ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।এ ব্যাপারে রিশিকুল ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান সহীদুল ইসলাম টুলু বলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী ও তার প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহযোগীতায় রিশিকুল ইউনিয়ন পরিষদ ইউপিকে আধূনিক ইউপিতে উন্নীত করা হবে ইন্নশাল্লাহ। উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতিকের সঙ্গে সম্পৃক্ত থেকে আগামিতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।

 

Next Post

নাটোরে নামের আগে আলহাজ্ব না লেখায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

বৃহস্পতি সেপ্টে. ২৩ , ২০২১
আভা ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে  হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- আনোয়ার হোসেন, রিক্তা খাতুন, সাহাবুল ইসলাম, আবু জাফর আলী ও অন্তঃসত্ত্বা নারী সুফিয়া বেগম। গুরুতর অবস্থায় […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links