তানোর প্রতিনিধি:
‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ স্লোগানে রাজশাহীর তানোরে ‘সম্প্রীতির বাংলাদেশ আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সম্প্রীতির তানোর গতে তুলতে সকল দলকে ঐক্যমতের মাধ্যমে কাজ করার আহবান জানান। এরই অংশ হিসেবে কলমা ইউনিয়ন থেকে শুরু করে সকল ইউনিয়নে রাজনৈতিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এই ধরণের করণীয় শীর্ষক আলোচনা অব্যাহত রাখার জোর দাবী জানানো হয়।
সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক পরিচালক শশাঙ্ক বরণ রায়।
এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুর রহিম, কলমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান, উপজেলা ওয়াকার্স পার্টির সম্পাদক আব্দুল বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিয়তুল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক, যুব মহিলালীগের নেত্রী বেলী খাতুন, প্রভাষক মুনসেফ আলী, উপজেলা সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি অসীম কুমার সরকার, সাধরণ সম্পাদক মফিজ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহামুদুল হক মাসুদ।