লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাঠে ছাগলের খাবার (ঘাস) সংগ্রহ করতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে দুই সন্তানের জননী। লালপুর থানা পুলিশ ধর্ষককে আটক করে শনিবার আদালতে প্রেরন করছে।
লালপুর থানা সূত্রে জানাযায়, ১ জুন শুক্রবার দুপুরে লালপুরের কাজিপাড়া গ্রামে এক দরিদ্র ভ্যান চালকের স্ত্রী ২ সন্তানের জননী পার্শ্ববর্তী মাঠে ছাগলের খাবার (ঘাস) সংগ্রহ করতে যায়। এসময় মহিষ চরাচ্ছিল একই গ্রামের ইসমত আলীর ছেলে হেলাল (৩০) । হেলাল একাকি পেয়ে ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে বেলালকে আটক করে ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগ পওয়ার পর অভিযুক্ত হেলালকে শুক্রবার রাতেই আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।