পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায় র্যাবের পৃথক দুটি অভিযানে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সন্ধা ৬ টায় ও রাত ৮ টায় র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, জেলার পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে খায়রুল বিশ্বাস (৪৫), ও চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের মৃত চাহার উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল হোসেন (৬৩)।
আজ শনিবার র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন।
র্যাবের দাবী, শুক্রবার সন্ধা ৬ টায় উপজেলার বানেশ্বর পূর্বপাড়া গ্রামে ও চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালোনো হয়। এ সময় বানেশ্বরে খায়রুল বিশ্বাস ও চারঘাটের তাঁতানপুরে আবুল হোসেনকে আটক করে এ সময় তাদের দু’জনের কাছে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।