রাজশাহী জেলা ডিবির ওসি আতাউর রহমান উদারতার প্রমান দিলেন এই ঈদে সাংবাদিকদের ঈদ সালামী দিয়ে। জানা যায় হলুদ খামে ভিতরে ২০০ শত টাকা করে ৩৮ জন সাংবাদিকে সালামী দিলেন। ওসি বলেন সারা বছর আপনারা আমাদের সহ সকলের সুখ দু:খের সংবাদ প্রকাশ করেন, আপনারা জাতির দর্পণ, অক্লান্ত পরিশ্রম করে সংবাদ পরিবেশন করেন, তাই আমার পক্ষ থেকে সামান্য উপহার।
সাংবাদিকে সামান্য সহযোগীতা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেন ওসি আতাউর।