নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর একটি হিজড়া উন্নয়ন সমিতিকে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। ২০১৭-১৮ অর্থবছরে নগরীর ‘আশার প্রদীপ হিজড়া উন্নয়ন’ নামের এই সমিতিকে ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান তার দপ্তরে সমিতির সভাপতি মৌসুমি হিজড়ার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় জেলা পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা খন্দকার আবজালুর রহমান উপস্থিত ছিলেন।