নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় মহানগর এলাকার কয়েকটি বিউটি পার্লারে অভিযান চালানো হয়। এসময় ৬টি বিউটি পার্লারসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুযায়ী এ জরিমানা করেন।
নগরীর হেতেম খাঁ রোডে গ্লো টাচ বিউটি সেলুনকে এমআরপি, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন কসমেটিকস বিক্রির অপরাধে ২ হাজার টাকা, মালোপাড়ার কিউট হারবাল বিউটি পার্লারকে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি ও ব্যবহার করার অপরাধে ৫১ ধারায় দুই হাজার টাকা, নিউমার্কেটের ওইমেন্স গ্লামার ওয়ার্ল্ডকে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে ৫১ ধারায় ৫ হাজার টাকা, নিউমার্কেটের সোহেলি বিউটি পার্লারকে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করার অপরাধে ৫১ ধারায় ৫ হাজার টাকা, নিউ মার্কেটের ফেয়ার লেডি বিউটি পার্লারকে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা এবং রানী বাজারে ফ্রেন্ডস ইম্পোরিয়ামকে মোড়ক জাত পণ্যে এমআরপি, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।