আভা ডেস্ক : বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে (বাংলাদেশ সময় শুক্রবার বেলা ১১টা) প্রথম ধাপে ৩৪০০ কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।
একই মূল্যের ৫৪৫টি মার্কিন পণ্যের ওপর চীনের পাল্টা ২৫ শতাংশ শুল্কও একইদিন কার্যকর হয়েছে। চীন অভিযোগ করে বলেছে, বিশ্ব অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, বড় দুই অর্থনীতির দেশের মধ্যকার এ বাণিজ্য যুদ্ধ বিশ্বের স্টক মার্কেটগুলোকে অস্থিরতায় ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এতে বৈশ্বিক বাণিজ্য ও প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে।
গত ২৩ মার্চ ৫ হাজার কোটি ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধাসম্পদ চুরি ও স্থানান্তর করছে। জবাবে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন। এর আর্থিক পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার।
এ পরিস্থিতিতে দু’দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরুর উপক্রম হয়। গত মে মাসে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ স্থগিতের ঘোষণা দেয়া হয়। তবে ১৫ জুন ৫ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।
তার ঘোষণা অনুযায়ী, বার্ষিক ৩৪০০ কোটি ডলার বাণিজ্য হয় এমন ৮০০ পণ্যে ৬ জুলাই থেকে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। বাকি ১৬০০ কোটি ডলার সমমূল্যের পণ্যে ২৫ শতাংশ শুল্ক কবে থেকে কার্যকর হবে সে ব্যাপারে পরবর্তী সময় সিদ্ধান্ত নেয়া হবে। জবাবে একই মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় শুক্রবার থেকে ৩৪০০ কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকর হচ্ছে। এখন থেকে বিমানের টায়ার ও বাণিজ্যিক ডিশওয়াশারসহ বিভিন্ন ধরনের চীনা পণ্য আমদানিতে মার্কিন ব্যবসায়ীদের শুল্ক গুনতে হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, বাকি ১৬০০ কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে আলোচনা চলছে। চীনও যুক্তরাষ্ট্রের কৃষিজাত পণ্য ও গাড়িসহ ৩৪০০ কোটি ডলার সমমূল্যের পণ্য থেকে ২৫ শতাংশ শুল্ক সংগ্রহ করবে।
পাল্টাপাল্টি এ বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের ওপরই প্রথম অভিযোগের তীর ছুড়েছে চীন। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং এক বিবৃতিতে বলেন, ‘বাণিজ্য যুদ্ধের প্রথম গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্র। চীন তার প্রতিশ্রুতি রেখেছে। ওয়াশিংটনের শুল্কারোপে পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং। দেশ ও জনগণের স্বার্থে এমনটি করেছে চীন।’
দু’দেশের বাণিজ্য যুদ্ধের এ দামামা এরই মধ্যে বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এশিয়ার স্টক মার্কেটে এর প্রভাব পড়তে শুরু করেছে। চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জে মূল্য উঠেছিল দশমিক ৫ শতাংশ। কিন্তু শুক্রবার মূল্য সর্বোচ্চ ৩.৫ শতাংশ পড়ে যায়, যা একটানা সাত সপ্তাহের মধ্যে সর্বনিু।
যুগান্তর