নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলায় ভটভটির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুন) বিকেলে উপজেলার হাজি গবিন্ধপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, অজ্ঞাত ওই ব্যক্তি বাইসাইকেলে করে মান্দা ফেরিঘাট থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার হাজি গবিন্ধপুর মোড়ে পৌঁছালে রাজশাহীর দিক থেকে ছেড়ে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।