বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান রয়েছে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনসহ ভ্যাজাল মুক্ত খাবার সরবরাহ্ কার্যক্রম। সেই কার্যক্রমের আওতায় সোমবার বিকেলে চার ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ যোবায়ের হোসেন এ রায় কার্যকর করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, এ বছর রমজানকে সামনে রেখে বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোজার আগে বিভিন্ন পন্যের বাজার স্থিতিশীল রাখতে ভ্যাজাল মুক্ত খাবার সরবরাহের জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাঘায় মাইকিং করানো হয়। এরপর প্রথম রোজা থেকে চলতে থাকে বাজার মনিটরিং। এ সব মনিটরিং করতে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও সহকারি কমিশনার ভুমি যোবায়ের হোসেন।
সর্বশেষ সোমবার বিকেলে উপজেলা সদরের চার ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি যোবায়ের হোসেন। তিনি ভ্যাজাল খাবার পরিবেশন এবং এই খাবার তৈরির অনুমোদন না থাকায় একজন বিস্কুট ফ্যাক্টারী মালিকের ২০ হাজার টাকা, অপর দুই ব্যবসায়ীর এক হাজার টাকা করে সর্বমোট ২২ হাজার টাকা অর্থদন্ড করেন।
এদিকে ভ্রাম্যমান আদালতের গাড়ি ও প্রশাসনের লোকজন দেখে অনেকে ব্যবসায়ী তাৎক্ষনিক ভয়ে তাদের দোকান পাট বন্ধ করে সটকে পড়েন। তবে ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ যোবায়ের হোসেন।