নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডা.আনিকা ফারিহা জামান অর্ণা বলেছেন, আগামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন যদি মেয়র নির্বাচিত হয় তাহলে প্রতিটি ঘর থেকে দুটি করে চাকুরির ব্যবস্থা করবেন।
সোমবার দুপুর দুইটার দিকে রেলওয়ে মাঠ সংলগ্ন ক্যারেজ ডিপো কর্মাচারীদের আয়োজিত এক সাধারণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্ণা বলেন, মাষ্টার্স ডিগ্রী পাস করে ছেলে মেয়েরা ঘরে বসে থাকছে। তাদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। আমার বাবা এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিভিন্ন সভা সমাবেশে সাধারণ মানুষদের কথা দিয়েছেন তিনি যদি মেয়র নির্বাচিত হোন তাহলে বেকার যুবক ভাই বোনদের প্রথমেই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
ওপেন লাইন শাখার সভাপতি মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকতার আলীর সঞ্চলনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি বদিউজ্জামান খয়ের, সাধারণ সম্পদক আব্দুস সোহেল, রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
এছাড়াও বক্তব্য দেন, জয়েদ হোসেন, এমএ মান্নান বাবু, আবু সাদাত, পল্লব কান্তি, দেবু, আরিফ, হবি, আয়নুল প্রমুখ।