আভা ডেস্ক : সিরিয়া থেকে ইরানের সেনাদের সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপকে গুরুত্ব দিচ্ছে না রাশিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠকে সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে কোনো সমঝোতা হবে না বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় বলেছেন, আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডে পুতিন ও ট্রাম্পের আসন্ন বৈঠকে সিরিয়ায় ইরানের উপস্থিতি নিয়ে কোনো আলোচনা হবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতির বিরোধিতা করলেও রাশিয়া বরাবরই বলে এসেছে, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করছে ইরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার কাসেম সোলায়মানি; তার ব্রিগেড থেকেই বেশির ভাগ সামরিক উপদেষ্টা সিরিয়ায় দায়িত্বপালন করছেন।
যুগান্তর