পাবনার বেড়া উপজেলায় মা, ছোটভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তুহিন (২১) নামে এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সোনাপদ্মা তারাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম পাওয়া যায়নি।
তুহিনের স্ত্রী রুনা আকতার জানান, গত দুই মাস থেকে তার স্বামী টাইফয়েটে রোগে ভুগছিলেন। এ থেকে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছিলেন। দিবাগত রাতে তিনি মা, ছোটভাই ও খালাকে খুন করে থাকতে পারেন। এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।
যুগান্তর