শুধু মন্দিরে নয় চার্চেও আছে রামরহিম বাবারা। এবার তাদের কীর্তি প্রকাশ্যে এল।
পাঁচজন পাদ্রীকে বরখাস্ত করল চার্চ। অভিযোগ, একজন মহিলাকে যৌন হেনস্থা করেছে তারা। অভিযোগকারী মহিলার স্বামী।
ঘটনাটি ঘটেছে কেরালার থিরুভাল্লা অঞ্চলের একজন মহিলার সঙ্গে। একটি সর্বভারতীয় গণমাধ্যামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই পাঁচজনকে বরখাস্ত করেছে চার্চ। প্রসঙ্গত চার্চটির প্রায় ত্রিশটি শাখা রয়েছে সারা দেশে।
অভিযুক্ত পাঁচজনের তিনজন ওই থিরুভিল্লা অঞ্চলের বাসিন্দা। অন্য দু’জন পাণ্ডালাম ও দিল্লি অঞ্চলের। এই পাঁচজন মিলেই টানা ওই মহিলাকে ব্ল্যাকমেল করে গিয়েছেন।
নিজের স্ত্রীর হোটেলের বিল দেখে সন্দেহ হওয়ায় স্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই ভদ্রলোক। এরপর স্ত্রীর কাছে যা শোনেন, তাতে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি জানতে পারেন বিবাহ-পূর্ববর্তী যৌন সম্পর্ক নিয়ে একজন পাদ্রী তাঁকে বছরের পর বছর হেনস্থা করে চলেছে। এখানেই শেষ নয়, নিজের মেয়ের ব্যাপ্টিজমের সময়ে মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে চার্চে গিয়ে কনফেশন করার পরেও এর থেকে মুক্তি মেলেনি। বরং এই ব্ল্যাকমেলিং এর চক্রে আরও লোক বেড়েছে। এই নতুন পাদ্রী তাকে বলপ্রয়োগ করে যৌনতায় লিপ্ত হয় এবং জোর করে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে।
সমস্তটা জানতে পেরে, ওই ব্যাক্তি চার্চে এই পাঁচজন পাদ্রীর বিরূদ্ধে অভিযোগ করেন। চার্চ তড়িঘড়ি তাদের বরখাস্ত করে।
তবে শুধু এটুকুই নয়, ওই ব্যক্তিরা যাতে ভবিষ্যতে কোনও চার্চে স্থান না পায় তা সুনিশ্চিত করতে চান এই ব্যাক্তি। আদালতের দ্বারস্থও হতে চলেছেন তিনি।