আভা ডেস্ক: পদ্মাসেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শুক্রবার সকাল ৮টায় পদ্মাসেতুর ৫ম স্পেনটি শক্তিশালী ভাসমান ক্রেন তি আনি হাউয়ের মাধ্যমে ৪১ ও ৪২ নং পিলারের উপর বসানো হবে।
ভাসমানটি বৃহস্পতিবার মুন্সিগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে স্পেনটি নিয়ে আসে। এ স্পেনটি বসানোর মধ্যদিয়ে পদ্মাসেতুর কাজ আরও একধাপ এগিয়ে যাবে।
সেতু কর্তৃপক্ষের দাবি, ইতোমধ্যে সেতুর ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে পুরো স্পেন বসানোর কাজ শেষ করে পদ্মাসেতু দৃশ্যমান করা হবে। গত ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্পেন এবং ২৮ জানুয়ারি দ্বিতীয় স্পেন এবং ১০ মার্চ তৃতীয় স্পেন ও ১৩ এপ্রিল ৪র্থ স্পেনটি বসানো হয়েছিল।
এ সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনৈতিতে নতুন মাত্রা যোগ হবে। পদ্মাসেতুর দু’পাড়ে গড়ে উঠবে সিঙ্গাপুর ও হংকংয়ের আদলে বিশ্বমানের শহর। কল-কারখানায় ভরে যাবে এ এলাকা।
জাজিরা পূর্বনাওডোবা এলাকার রাজ্জাক মাঝি বলেন, পদ্মাসেতু নির্মাণ করতে আমাদের বাপ দাদার জমিজমা দিয়েছি। মনে করেছিলাম সেতু করার নামে আমাদের জমিজমা নিয়ে গেল। পরপর ৪টি স্পেন বসানোর পর আরও একটি স্পেন বসানোর খবর শুনে মনে হচ্ছে এ সেতু এখন আর স্বপ্ন নয়। এতে আমরা খুশী ও আনন্দিত।
সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের বলেন, শুক্রবার সকাল ৮টায় পদ্মা সেতুর ৫ম স্পেনটি বসানো হবে।
যুগান্তর