নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে ২শ ২ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার বগুড়া উপজেলার মালগ্রাম, ডাবতলা সিদ্দিকের মোড়ের গোলাম মোস্তফার স্ত্রী লিকমা (৪০), মৃত- আব্দুস সাত্তারের মেয়ে আনিছা ওরফে বর্ষা (৫০) ও দেলোয়ার শেখ এর স্ত্রী মিলন (৪০)।
থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) নাজমূল হকের নেতৃত্বে সহকারী পরিদর্শক (এসআই) মুকুল হোসেন, এএসআই নজরুল ইসলাম কনস্টেবল আলতাফ ও কল্পনাসহ অভিযান চালিয়ে তাদেরকে ২০২ বোতল ফেনসিডিলসহ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারের প্রথম মোড় থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নাজমূল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ৩টায় উপজেলার খড়িবাড়ী বাজারে অভিযান চালিয়ে উল্লেখিত তিনজন আসামীকে ২০২ বোতাল ফেনসিডিলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায় তারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।