নওগাঁ প্রতিনিধি:
একটি বেসরকারী এতিমখানার বিলে স্বাক্ষর না করায় মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখলাকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে জেলা সমাজসেবা অফিস ও তার অধিনস্থ সকল সরকারী বেসরকারী সংস্থা সমূহের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে নেতৃত্ব দেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
সামজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রকাশসহ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
মানববন্ধন কর্মসূচীতে জেলা সমাজসেবা অধিদপ্তর, সকল উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, সরকারী শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও নিবাসী, সমাজসেবা অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
উল্লেখ্য পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড়হারজি গ্রামে জনৈক আব্দুল গাফ্ফার হাজী গুলশান আরা নামে একটি শিশুসদন পরিচালনা করে আসছেন। ঐ শিশুসদনে ২০২ জন এতিম শিশু দেখিয়ে তার মধ্যে ১০২ জন এতিমে নামে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১২ লাখ টাকা সরকারী অনুদান লাভ করে। বিষয়টি নিয়ে অভিযোগ উত্থাপিত হলে সরকারীভাবে তদন্তে ঐ প্রতিষ্টানে মাত্র ৪১ জন এতিম শিশুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এ কারনে বরাদ্দকৃত উক্ত বিলে সমাজসেবা অফিসার আখলাকুর রহমান স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষব্ধ হয়ে উক্ত শিশু সদনের সভাপতি আব্দুল গাফ্ফার ও শিক্ষক মোস্তফা মাহামুদ অফিসের ভিতরেই উপজেলা সমাজসেবা অফিসারের উপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়।