পেনাল্টি থেকে মাত্র তিন মিনিটেই রোনালদোর দেয়া প্রথম গোলের জবাব দেন স্পেন তারকা দিয়েগো কস্তা। পর্তুগালের রক্ষণে বল দখলের লড়াইয়ে পেপেকে হারিয়ে বলের দখল নিয়ে জোর শটে গোল করে স্পেনকে সমতায় ফেরান কস্তা।
তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে রোনালদোর গোলে আবারো এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ভিন্নরূপে দেখা দিয়েছে স্পেন। রোনালদোর করা জোড়া গোলের জবাবে কস্তার জোড়া গোল পূর্ণ হওয়ার তিন মিনিট পরই পর্তুগালের ডি-বক্সে নেওয়া জোরালো শটে স্পেনের হয়ে নিজের প্রথম গোল করেন নাচো।
৫৮ মিনিটে করা তার গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। কিন্তু খেলার একেবারে শেষের দিকে ডি বক্সের একটু বাইরে পর্তুগাল তারকা রোনালদোকে ফাউল করে বসেন স্পেন তারকা রামোস।
এতে ফ্রি-কিক থেকে দারুন শটে গোল আদায় করেন রোনালদো। ফলে তিন-তিন গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।