নিজস্ব প্রতিনিধি :রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সিল্কসিটি ট্রেন তিন ঘন্টা দেড়িয়ে ছেড়ে গেছে। আজ শুক্রবার সকাল ৭ টা ৪০ মিনিটের সিল্কসিটি ট্রেনটি রাজশাহী রেল স্টেশন থেকে ১০ টা ৪০ মিনিটে ছেড়ে গেছে। এনিয়ে যাত্রীরা দুর্ভেোগের শিকার হয়।
জানতে চাইলে রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার জাহিদ জানায়, পদ্মা ঢাকা থেকে আসতে দেড়ি করেছে। ৭ টা ৪০ মিনিটের ট্রেন এসেছে ৮টা ৫০ মিনিটে। আর ছেড়ে গেছে সাড়ে ১০ টায়। এছাড়া বিকেলের ট্রেনের লেট না হলেও রাতের ট্রেন দেরিতে ছাড়বে।
এক যাত্রী জানায়, ট্রেন প্রায় প্রতিদিন লেট করে ছাড়ছে। গতকাল বৃহস্পতিবার রাতের ট্রেন আধা ঘন্টা দেরিতে ছেড়েছে। এনিয়ে অনেক দুর্ভোগ পেহাতে হচ্ছে যাত্রীদের।