সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমন্বিত ও পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে। ঈদযাত্রা নিয়ে অনেকের অনেক ধরনের আশংকা একেবারে অমূলক প্রমাণিত হয়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো যানজট দেখা যায়নি। তিনি শুক্রবার সকালে ফেনীর ফতেহপুরে ওভারপাস পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের বিরুদ্ধে আমরা নই। যদি প্রয়োজন হয় সেনাবাহিনী মোতায়েন হবে সংবিধান অনুযায়ী।
নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য বিএনপি’র প্রস্তাবকে ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করেন মন্ত্রী। ঈদযাত্রায় যাত্রী পরিবহনগুলো বাস্তবতার নিরিখে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে মন্ত্রী স্বীকার করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম প্রমুখ।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকালে ফেনীর ফতেহপুর ওভারপাস পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন।