নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ শিক্ষক পরিষদের সাথে রাসিকের সাবেক মেয়র লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজশাহী মহানগরীর সাধারণ শিক্ষক পরিষদের আয়োজনে নগরীর মুনলাইট গার্ডেনে বিকাল ৫টায় এ সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজকর্মী ও নগর আওয়ামী লীগের সিনিয়র সহ. সভাপতি শাহিন আক্তার রেনি।
শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মাওলার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. জার্জিস কাদির, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান প্রমুখ।