নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলে মেলা চলবে ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত।

আভা ডেস্কঃ আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে চার দিনব্যাপী ২৮তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলে মেলা চলবে ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত।

এবারের মেলায় চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালেদ চৌধুরী এবং লেখক ও গণমাধ্যম ব্যাক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে আজীবন সম্মাননা জানানো হবে। মেলায় গান গাইবেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা সবার জন্য বিনা প্রবেশ মূল্যে খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। চতুর্থ দিন মেলা আয়োজন করা হয়েছে স্কুলের পাশে অবস্থিত জুইশ সেন্টারে।

বইমেলা প্রসঙ্গে নিউ ইয়র্ক বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম বলেন, মেলায় ভারত-বাংলাদেশের লেখক ও প্রকাশনী সংস্থা যেমন থাকবে তেমনী থাকবে স্বরচিত কবিতা, কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ, লেখক-প্রকাশ-পাঠকদেও নিয়ে নানান আয়োজন। সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা গান গাইবেন। থাকবে শাড়ি-গহনার স্টল। সব কিছু দিয়ে আমরা চেষ্ঠা করেছি বই কেন্দ্রীক প্রবাসী বাঙালিদের একটি উৎসব আয়োজন করতে।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘জীবনে বই মননে বই’ হলো আমাদের ২৮তম বই মেলায় স্লোগান। আমরা চাই বাংলা বইয়ের প্রসার হোক সারা বিশ্বব্যাপী। মানুষের জীবনে ও মননে ভালো বইয়ের প্রভাব পড়ুক। আমরা বছর ধরে সবাই মিলে চেষ্ঠা করি ভালো সব বইয়ের প্রকাশনী যেন এই মেলায় উপস্থিত থাকে। মানুষ যে সকল লেখকদেও ভালোবাসে আমরা চেষ্ঠা করি তাদের মেলায় উপস্থিত করতে। আমেরিকার বিভিন্ন স্টেটসহ অন্যান্য দেশে আমাদের অনুকরণে বই মেলার আয়োজন করছেন। আমাদেও সহযোগিতা চেয়েছেন, আমরা বইয়ের প্রসারের জন্য তাদেও সহযোগিতা করতে পারছি। আমি মনে করি এটা আমাদের একটি বড় অর্জন।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা বলেন, লেখক ও সম্পাদক আবুল হাসনাত, সাংবাদিক শাহরিয়ার কবির, লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, লেখক ও সাংবাদিক আনিসুল হকসহ আরো অনেকে ইতোমধ্যে নিউ ইয়র্ক এসে পৌঁছে গেছেন। লেখক সেলিনা হোসেন, কবি হাবিবুল্লাহ সিরাজী, সাজ্জাদ শরীফ, বিমল গুহ, জাফর আহমদ রাশেদসহ আরো লেখক মেলায় আসবেন বলে আমাদের নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ভারপ্রাপ্ত সাংস্কৃতিক সচিব ড.মো. আবু হেনা মোস্তফা কামাল, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কালেরকণ্ঠ

Next Post

পুড়িয়ে মারার প্রবনতা দিন দিন বৃদ্ধিপাচ্ছে। অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আশাবাদি সুশীল সমাজ।

সোম জুন ১০ , ২০১৯
আভা ডেস্কঃ ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে খোদ নিজের আলিম পরীক্ষার কেন্দ্রে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার রেশ না কাটতেই আবারও ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এবারের ঘটনা আরও মর্মান্তিক। রাফির ঘটনায় অন্যায়ের প্রতিবাদ থাকলেও রাজবাড়ী জেলার সদর থানায় স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার পেছনে কাজ করেছে দুই লাখ টাকা চাঁদা দাবি […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links