ভোরের আভা ডেস্ক: আবার ‘মা’ হতে চলেছেন করিনা কপূর। কানাঘুষো এমনই শোনা যাচ্ছে টিনসেল টাউনে। তবে বাস্তবে নয়। করিনা ‘মা’ হচ্ছেন তাঁর পরবর্তী ছবিতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কর্ণ জোহরের পরবর্তী ছবিতে কাজ করবেন নবাব-গিন্নি। আর সেই ছবিতেই এক ‘মা’-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
করিনার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‘বহুদিন ধরেই কর্ণ চাইতেন ধর্ম প্রোডাকশনের কোনও ছবিতে কাজ করুন করিনা। ‘কি অ্যান্ড কা’-এক পরে কর্ণের সঙ্গে তাঁর কাজ করার কথাও শোনা যায়। কিন্তু তখন করিনা অন্তঃসত্ত্বা থাকায় কাজটি হয়নি।’’
বাস্তবেও মা হিসেবে করিনা কতটা সাবলীল, তা বারবার ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়। তাই তৈমুরের মায়ের উপরে ভরসা করে, পরবর্তী ছবির জন্য করিনার কথাই ভেবেছেন কর্ণ।
সূত্রের কথায়, বাস্তবেও করিনা মা আর তাই এই চরিত্রে তিনি একদম যথাযথ। বিয়ে এবং সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি। এটি একটি রমকম এবং খুব মিষ্টি একটি বার্তা রয়েছে ছবিতে। বেবো ছবির চিত্রনাট্য শুনেই পছন্দ করেছেন।
যদিও এই প্রথম নয়। এর আগেও ‘রা-ওয়ান’ (২০১১) ছবিতে ‘মা’-এর চরিত্রে অভিনয় করেছেন করিনা। আগামী শুক্রবার তাঁর ‘বীর দি ওয়েডিং’ মুক্তি পাচ্ছে।