নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামলীগ প্রার্থী খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে মেয়র পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ওয়াসিউর রহমান দোলন। শনিবার দুপুরে রাজশাহী নির্বাচন কার্যালয়ে গিয়ে রাসিক নির্বাচনের রির্টানিং অফিসার সৈয়দ আমিরুল ইসলামের কাছে গিয়ে তিনি জাপা’র মেয়র প্রার্থী ওয়াসিউর রহমান দোলন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ সময় রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুসহ পার্টির অন্যান্য নেতারা তার সঙ্গে ছিলেন।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সিদ্ধান্তে তিনি নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারকালে এই জাপা প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে তার সমর্থন দিয়েছেন।
ওয়াসিউর রহমান দোলন বলেন, বৃহস্পতিবার (০৫ জুলাই) পার্টির চেয়ারম্যান তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বলেন। এ নিয়ে দু’দফা সভা করে জেলা ও মহানগর জাপা। পরে শনিবার দুপুরে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশে এখন তারা আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করবেন। ফলে রাসিক নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত ২৬ জুন এই জাপা নেতাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এরপর ওই দিনই নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্র তোলা হয়। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলেও ঘোষণা করে স্থানীয় নির্বাচন কমিশন। তবে প্রতীক বরাদ্দের আগেই দোলন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন।
ওয়াসিউর রহমান মহানগর জাপার সহ-সভাপতি। এছাড়া তিনি যুব সংহতির মহানগর সভাপতি। এর আগে ২০০৮ সালের রাসিক নির্বাচনে মেয়র পদে লড়েছিলেন মহানগর জাপার তৎকালীন সভাপতি দুরুল হুদা। তিনি পেয়েছিলেন এক হাজার ৭৮৯ ভোট।