নিজস্ব প্রতিবেদক:
সন্ধ্যায় বেতন পেলো আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস কর্মকর্তা কর্মচারীরা। গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত হন তারা। এসএমএসে আড়াই মাসের বেতন দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
এর আগে বেতনের দাবিতে সাকলে প্রজেক্ট ম্যানেজার ও রাজশাহী জেলা প্রশাসককে কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে কর্মকর্তা কর্মচারীরা।
ফিল্ড অফিসার ইকবাল হোসেন বলেন, সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে বেতন সংক্রান্ত এসএমএস আসে। এতে তারা নিশ্চিত হন বেতন হয়েছে।
এবিষয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফারজানা রহমান বলেন, সন্ধ্যায় আড়াই মাসের বেতন দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে কর্মকর্তা কর্মচারীরা। এসময় তারা চিকিৎসাসেবা বন্ধ করে দেয়া। দ্বিতীয় দিন সোমবার বিক্ষোভ করলে আড়াই মাসের বেতন দেবে আশ্বাসে বন্ধ করা হয়।