আভা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছে ‘বঙ্গবন্ধু চেয়ার’। আর এই পদে মনোনয়ন পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন-অর-রশিদ। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫২তম সিন্ডিকেট সভায় অধ্যাপক হারুনকে এই মনোনয়ন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অধ্যাপক হারুন এই পদে দায়িত্বকালে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, দর্শন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, এবং বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে সম্পর্কিত বিষয়, বাংলাদেশের সংবিধান এবং স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।অধ্যাপক হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএ (সম্মান) ও এমএ উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৩ সালে কমনওয়েলথ বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় এবং জাপানের রিউকোকু বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন। তিনি ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন।হারুন-অর-রশিদ ৪৩ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ছিলেন তিনি। সর্বশেষ তিনি জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইনস্টিটিউটের বাংলাদেশ চেয়ারে ‘বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো’ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু গবেষণায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১’ অর্জন করেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ২০ খণ্ডে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ রচনা প্রকল্পের প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ এর ইংরেজি বই রচনা প্রকল্পের প্রধান সম্পাদক হিসেবে কাজ করছেন।
Next Post
সড়কের ইকেলক্ট্রিক তার চুরির সময় হাতেনাতে একজনকে আটক
রবি ডিসে. ৩ , ২০২৩
Share on FacebookTweetFollow usSave

এই রকম আরও খবর
-
২৯ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৫ অপরাহ্ন
বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টি ।
-
১২ অক্টোবর, ২০২০, ৮:৪৭ অপরাহ্ন
ঢাকায় ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত, গবেষণা ।
-
৪ জুন, ২০২২, ৯:২৬ অপরাহ্ন
প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন ৪১৫ জন
-
৩ ডিসেম্বর, ২০২১, ৫:৩০ অপরাহ্ন
চতুর্থ শিল্প বিপ্লবের যোগ্য মানবসম্পদ তৈরি করতে হবে-শিক্ষামন্ত্রী
-
২৮ এপ্রিল, ২০২০, ২:৩১ অপরাহ্ন
দেশে ৩৮৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত: এফডিএসআর
-
৫ জুলাই, ২০২০, ৫:৪৮ অপরাহ্ন
ভার্চূয়াল আদালত স্বাভাবিক পরিস্থিতিতে প্রযোজ্য নয়, আইনমন্ত্রী ।