নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে স্কুলছাত্রীর (১৪) ছবি দিয়ে ফেসবুকে অশ্লীল কথাবার্তা লেখার অভিযোগে নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে লাভলী(৩০) নামের এক নারীকে আটক করে পুলিশ। আটক লাভলী শিরোইল কলোনী এলাকার রকি্র স্ত্রী ।
পরে লাভলীর দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার সারোয়ারের ছেলে সানি (২৫) নামের এক যুবককে আটক করেন চন্দ্রিমা থানা পুলিশ ।এ সময় তাদের হাত থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে এসআই রাজু বলেন, লাভলী সিং নামের একটি আউডি ব্যবহার করে শিরোইল কলোনী এলাকার ৯ম শ্রেণীর এক ছাত্রীর ছবিসহ ফেসবুকে অশ্লীল কথাবার্তা লিখে ছাড়ে অভিযুক্তরা।
এ বিষয়ে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে এস আই রাজু জানায়, ওই স্কুল ছাত্রীকে পছন্দ করতো সানি। মেয়েটি তাকে পছন্দ না করায় এমন ঘটনা ঘটিয়েছে বলে থানায় স্বীকার করেছে সানি ।
আটক লাভলী জানায়, আমার এ আইডি সানি খুলে দিয়েছিল, এবং এর পাসওয়ার্ডও সানি জানে। সে এমন ঘটনা ঘটাতে পারে, কিন্তু আমি এর বেশি কিছু জানি না ।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুম মনির জানান, বাদির দেয়া অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের আটক করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি ।