নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মানিক। তিনি চারঘাট এলাকার বাসিন্দা। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, বুধবার রাতে চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ধনিচা বিলের মধ্যে একদল মাদক ব্যবসায়ী অবস্থান নেয়। এই খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
পরে ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এতে তিন পুলিশ অাহত হয়।