নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং স্কোয়াট কোমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাসদ রানা এর নেতৃত্বে ১ কেজি ৯ শ গ্রাম হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন ।
আটকরা হলেন লক্ষী নারায়নপুর (গাজীপাড়া) এলাকার রবিউল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩০) একই এলাকার সাইদুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩৫) ।
আটকদের নিকট থেকে ১ কেজি ৯ শ গ্রাম হিরোইন, ১টি মোবাইল সেট, ২টি সীম কার্ড, নগদ ১ হাজার টাকা উদ্ধার করে র্যাব ।
র্যাব জানান, ৪ জুন ভোর রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থানাধীন চর ইসলামাবাদ এলাকায় অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক টিম । অভিযানে সময় ১ কেজি ৯ শ গ্রাম হিরোইন সহ হাতে নাতে গ্রেফতার হয় উক্ত মাদক ব্যবসায়ীরা ।
আটকদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করে আসামীদের জেল হাজতে প্ররণ করা হয়েছে ।