নিজস্ব প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প- ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’- এর শুভ উদ্বোধন করেন। ২৭ মে বেলা ১২ টায় এই উদ্বোধন অনুষ্ঠান সম্পুর্ণ হয়।
আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন উদ্বোধন শেষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, উদ্বোধনের পর বিকেল ৪টায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে রাজশাহী স্টেশন পৌঁছাবে বিকেল ৫.১৫ মিঃ ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে রাত্রি ২টায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ঢাকায় কুরিয়ার খরচ প্রতি কেজিতে পড়ছে ২০ টাকা। রাজশাহী থেকে ১৫ টাকা এই ট্রেনে আম পরিবহনে খরচ পড়বে প্রতি কেজিতে মাত্র ১ টাকা ১৭ পয়সা।
শুধু তাই নয় কুরিয়ারে আম পৌঁছাতে অনেক সময় তিন থেকে চারদিন সময় লেগে যায়।সেখানে ১০ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আম।
উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মাধ্যমে মাগুরা থেকে যুক্ত ছিলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেলের ডিজি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত ছিলেন, সদর সাংসদ শিমুল, অতিরিক্ত ডিজি (অপারেশন) শাহাদাৎ হোসেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম মিহির কান্তি গুহ, জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. শহিদুল ইসলাম ও প্রধান যান্ত্রিক প্রকৌশলী কদুরত ই খুদা, রেল শ্রমিকলীগ নেতা, মেহেদি হাসান, জহুরুল ইসলাম, আক্তার আলী, মোতাহার হোসেন প্রমুখ।
করোনা পরিস্থিতির কারণে রাজশাহীর আম, লিচুসহ সবজি জাতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন নামের এ বিশেষ ট্রেন গত বছর চালু করা হয়। সে বছর জুনে ৫৯৮ টন এবং জুলাই মাসে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করা হয়। ৮৫৭ টন পণ্য পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।গত বছরের চেয়ে অনেক বেশি পন্য পরিবহন হবে বলে আসা করছেন রেল কতৃপক্ষ।