নিজস্ব প্রতিনিধিঃ ১২ জানুয়ারী রোবিবার দিবাগত রাতে রাজশাহী পুঠিয়া হাইওয়ে রোডে যাত্রীবাহী শ্যামলী বাসে অভিযান চালিয়ে ২৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পবা হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজল নন্দি ও এএসআই সবুজ সাহার নেতৃত্বে ২৪৭ বোতল ফেনসিডিল শ্যামলি পরিবহন থেকে জব্দ করা হয়। এসময় ফেনসিডিল ব্যবসায়ী ২জনকে আটক করা হয়েছে। পুঠিয়ার শিবপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস (রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১৪-৩৮৮৭) এর যাত্রী আবু সাঈদ (৩৭) এর হেফাজতে ১১৫ বোতল এবং আরেক যাত্রী আলী (২৫) এর হেফাজত থাকা ১৩২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য -১,২৩৫০০ টাকা।
এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশের এস আই কাজল জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজশাহী হতে আগত শ্যামলী পরিবহন নামের একটি গাড়িতে মাদক দ্রব্য ব্যবসার উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে । এমনব্যস্থায় গাড়িটি যখন শিবপুরে আসে তখন গাড়ি থামিয়ে তল্লাশি করে দুইজন মাদক ব্যবসায়ী সহ ২৪৭ বোতল ভারতীয় নিসিদ্ধ ফেন্সিডিল সহ তাদের আটক করা হয় । আটক মাদক ব্যবসায়ীরা স্বীকার করেন তারা ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল ।