২৪৭ বোতল ফেন্সিডিলস ২ জনকে আটক করেছে রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ ১২ জানুয়ারী রোবিবার দিবাগত রাতে রাজশাহী পুঠিয়া হাইওয়ে রোডে যাত্রীবাহী শ্যামলী বাসে অভিযান চালিয়ে ২৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পবা হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজল নন্দি ও এএসআই সবুজ সাহার নেতৃত্বে ২৪৭ বোতল ফেনসিডিল শ্যামলি পরিবহন থেকে জব্দ করা হয়। এসময় ফেনসিডিল ব্যবসায়ী ২জনকে আটক করা হয়েছে। পুঠিয়ার শিবপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস (রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১৪-৩৮৮৭) এর যাত্রী আবু সাঈদ (৩৭) এর হেফাজতে ১১৫ বোতল এবং আরেক যাত্রী আলী (২৫) এর হেফাজত থাকা ১৩২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য -১,২৩৫০০ টাকা।

এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশের এস আই কাজল জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজশাহী হতে আগত শ্যামলী পরিবহন নামের একটি গাড়িতে মাদক দ্রব্য ব্যবসার উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে । এমনব্যস্থায় গাড়িটি যখন শিবপুরে আসে তখন গাড়ি থামিয়ে তল্লাশি করে দুইজন মাদক ব্যবসায়ী সহ ২৪৭ বোতল ভারতীয় নিসিদ্ধ ফেন্সিডিল সহ তাদের আটক করা হয় । আটক মাদক ব্যবসায়ীরা স্বীকার করেন তারা ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল ।

Next Post

ক্যাসিনোকাণ্ডে গেণ্ডারিয়ার ধনকুবের এনু রুপন গ্রেফতার

সোম জানু. ১৩ , ২০২০
আভা ডেস্কঃ ক্যাসিনোর টাকায় সম্পদের পাহাড় গড়া রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু, তার ভাই একই কমিটির সহসাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের গ্রেফতার করে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন শীর্ষ দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links